আমরা অনেকেই রয়েছি যারা বাংলায় আর্টিকেল লিখে আয় করতে চাই । কিন্তু সঠিক দিকনির্দেশনা না পাওয়ার কারণে আমরা সঠিক ভাবে আর্টিকেল লিখতে পারি না বা আর্টিকেল লিখে আয় করতে চাইলেও সেটা সম্ভব হয় না । কেননা এ পর্যন্ত আমার দেখা মত বাংলাদেশের যে সাইটগুলো রয়েছে , সেখান থেকে আর্টিকেল লিখে ভালো টাকা আয় করার যদি স্বপ্ন দেখে কেউ । তাহলে আমি বলব , পুরোটাই বোকামী ছাড়া আর কিছু না । তার উপর ত রয়েছে আবার প্রতারিত হবার ভয় । একটি প্রতারিত সাইটের সংক্ষিপ্ত নাম উল্লেখ করি , যদিও বলাটা ঠিক না , তারপরও বলছি । মূলত এই সাইটটাকে আমি শিক্ষিত প্রতারকদের সাইট হিসেবে আখ্যায়িত করে থাকি , যেটির সংক্ষিপ্ত নাম হল - O.it । এখন প্রশ্ন হল , যে তাহলে কি আমরা বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারব না ? হুম , অবশ্যই আর্টিকেল লিখে আয় করা সম্ভব । এর জন্য আমি দুটি সাজেশন দিব - প্রথমত যদি আপনি কোন সাইটে কাজ করতে চান , তাহলে যে সাইটে কাজ করতে চান ঐ সাইটি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে কাজ করার চেষ্টা করবেন । টাকা পয়সার লেনদেন কখনো করার চেষ্টা করবেন না । দ্বিতীয়ত আপনি যদি একজন ভালো রাইটার হন এবং আর্টিকেল রাইটার হিসেবেই আপনার ক্যারিয়ার যদি সেট করতে চান , তাহলে আমি বলব যে আপনি একটি ব্লগ সাইট খুলে আয় করতে পারেন । সাইট খুলতে গিয়ে কিছু টাকা যদিও আপনার ব্যয় হতে পারে , কিন্তু আপনি সেখান থেকে লাইফ গ্যারান্টি একটি আয়ের উৎস তৈরী করে ফেলতে পারেন ।

এখন আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান বা ব্লগ সাইট খুলে ব্লগে আর্টিকেল লিখে আয় করতে চান , তাহলে প্রথমে আপনাকে বাংলায় আর্টিকেল লেখার নিয়ম শিখে নিতে হবে । চলুন তাহলে আজ আমরা বাংলায় আর্টিকেল লেখার নিয়ম শেখার চেষ্টা করি ।
বাংলায় আর্টিকেল লেখার জন্য মূলত ৯টি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে । সেগুলো হলোঃ-
- আর্টিকেলের টপিক বা বিষয়
- দর্শকের চাহিদা
- গবেষণা ( Research ) করা
- আর্টিকেলের জন্য পয়েন্টস তৈরী করা
- আর্টিকেলের মূলভাব
- আর্টিকেলে Headline ব্যবহার করা
- আর্টিকেলের প্যারাগ্রাফ গুলো আকারে ছোট করে লিখা
- আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত ছবি আর্টিকেলে যুক্ত করা
- বুলেট পয়েন্ট এবং নাম্বার লিস্ট ব্যবহার করা
বিস্তারিতঃ
আর্টিকেলের টপিক বা বিষয়
আর্টিকেল লেখার ক্ষেত্রে টপিক বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ । কেননা যে বিষয়ে আর্টিকেল লিখবেন সে বিষয়ে আপনার প্রচুর অভিঙ্গতা থাকা প্রয়োজন । কারণ অভিঙ্গতা ছাড়া আপনি যতই ভালো করে আর্টিকেল লেখার চেষ্টা করুন না কেন , মানসম্মত একটি আর্টিকেল কখনো লিখতে পারবেন না । এছাড়া একটি আর্টিকেলের টপিক বা বিষয়ের উপরও নির্ভর করে কি পরিমাণ ট্রাপিক আপনার সাইট ভিজিট করবে । সুতরাং আর্টিকেল লেখার পূর্বে , আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত একটি ভালো টপিক বাছাই করার চেষ্টা করুন ।
দর্শকের চাহিদা
একটি ভালো আর্টিকেল লিখার পূর্বে আপনার সাইটের দর্শকের চাহিদা সম্পর্কে আপনার ঙ্গান থাকাটা অত্যাবশ্যক । অর্থাৎ দর্শকেরা আপনার কাছ থেকে কিরকম কন্টেন্ট আশা করছে ,তাদের মতামত জানার চেষ্টা করুন এবং পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন । কেননা একটি সাইটের প্রাণ ই হচ্ছে দর্শক । আপনি যত বেশি আপনার সাইটের দর্শকের চাহিদা পূরণ করতে পারবেন , আপনার সাইটটি তত বেশি সমৃদ্ধ হবে এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ।
গবেষণা করা
একটি মানসম্মত আর্টিকেল তৈরী করার জন্য রিসার্চ করাটা খুবই গুরুত্বপূর্ণ । কেননা একটি বিষয়ে আর্টিকেল লিখার জন্য আমাদের অনেক তথ্যের প্রয়োজন পড়ে । আর তখন যদি আপনি সেই তথ্যগুলো আপনার দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে না পারেন । তখন দর্শকের মনে আপনার প্রতি একপ্রকার নেগেটিভ চিন্তাধারার সৃষ্টি হবে । এতে করে আপনার জনপ্রিয়তার ব্যঘাত গঠতে পারে । সুতরাং যে বিষয়ে আর্টিকেল লিখবেন ঐ বিষয়ে পরিপূর্ণ রিসার্চ করে আর্টিকেল লিখার চেষ্টা করুন ।
আর্টিকেলের জন্য পয়েন্টস তৈরী করা
একটি আর্টিকেল লিখতে গেলে আপনি আর্টিকেলের কোন কোন বিষয় নিয়ে লিখবেন , সেই বিষয় গুলো নিয়ে আপনি যদি পয়েন্ট আকারে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলেন , তাহলে সেটা দেখতে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় । দর্শকদের বুঝতেও সুবিধা হয় । এছাড়াও আপনি যদি পয়েন্টগুলো তৈরী করতে পারেন , সেই পয়েন্ট অনুযায়ী আপনি রিসার্চ করে করে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আর্টিকেল্টি লিখতেও আপনার সুবিধা হবে ।
আর্টিকেলের মূলভাব
অনেক সময় লক্ষ্য করা যায় ,দর্শকরা আর্টিকেল পড়ার জন্য আপনার সাইটে প্রবেশ করে । কিন্তু অগোছালো মূলভাবের কারণে দর্শকরা আপনার পুরো আর্টিকেল না পড়েই আপনার সাইট থেকে বেরিয়ে যায় । তাই দর্শককে আকৃষ্ট করার জন্য ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে একটি গোছালো মূলভাব তৈরী করুন । এছাড়াও আপনার মূলভাবের মধ্যে সম্পূর্ণ আর্টিকেলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন , সেগুলো ফুটিয়ে তুলার চেষ্টা করুন । যদি আপনার মূলভাব আকর্ষণীয় হয়ে থাকে , তাহলে অবশ্যই দর্শকরা আপনার সম্পূর্ণ আর্টিকেল পড়ার চেষ্টা করবে ।
আর্টিকেলে Headline ব্যবহার করা
একটি স্পষ্ট , সুন্দর ও আকর্ষণীয় আর্টিকেল লিখার ক্ষেত্রে Headline ব্যবহার করা অনেক বেশি জরুরি ।Headline সাধারণ লেখার থেকে আকারে বড় হয় এবং এর মাধ্যমে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা হয় । তাছাড়াও Headline শ্রোতাদের আর্টিকেল এর বিষটি বুঝতে সাহায্য করে ।সুতরাং আর্টিকেলের বিভিন্ন ভাগে আকর্ষনীয় Heading ( H1, H2, H3, H4........ ) অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন ।
আর্টিকেলের প্যারাগ্রাফ গুলো আকারে ছোট করে লিখা
আর্টিকেলের বড় প্যারাগ্রাফ গুলো মূলত পাঠকদের বিরক্তির অন্যতম কারণ হয়ে থাকে । এতে করে পাঠকরা আপনার সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পরিবর্তে , বিরক্ত হয়ে আপনার সাইট থেকেই বের হয়ে চলে যেতে পারেন । তাই পাঠকদের বিষয়টি মাথায় রেখে এলোমেলো বিষয় না লিখে মূল বিষয়টি লেখার চেষ্টা করবেন । এতে করে আপনার আর্টিকেলের প্যারাগ্রাফ ও ছোট হবে এবং পাঠকেরও আর্টিকেলটি পড়ার উৎসাহ বৃদ্ধি পাবে ।
আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত ছবি আর্টিকেলে যুক্ত করা
সম্পর্কযুক্ত ছবি একটি আর্টিকেল কে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করে । ছবির মাধ্যমে পাঠকরা কনটেন্ট এর বিষয়গুলো খুব সহজেই ধরতে পারে এবং তারা কনটেন্ট টি পড়তে আগ্রহী হয় । আর্টিকেলে ছবি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই hd quality ছবি যুক্ত করার চেষ্টা করবেন । কথায় আছে ঃ- " একটি ছবি না বলা হাজারটা শব্দের সমান ।"
বুলেট পয়েন্ট এবং নাম্বার লিস্ট ব্যবহার করা
বুলেট পয়েন্ট এবং নাম্বার লিস্ট আপনার আর্টিকেলের পয়েন্ট গুলো বাছাই করার ক্ষেত্রে বা একই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আলাদা ভাবে লিস্ট আকারে ফুটিয়ে তুলার জন্য ব্যবহার করতে পারেন ।এতে করে আর্টিকেলের বিশেষ পয়েন্টগুলো বুঝতে সুবিধা হয় এবং পাঠকদের আর্টিকেলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় । তাই আপনার আর্টিকেল পাঠকের কাছে গ্রহনযোগ্য করে তুলার জন্য বুলেট পয়েন্ট এবং নাম্বার লিস্ট অবশ্যই ব্যবহার করবেন ।
এ ছাড়াও একটি ভালো আর্টিকেল লেখার জন্য আপনার যে বিষয়গুলোর প্রতি নজর রাখা উচিত ।
- ভুল বানান । ভুল বানান লেখকের যোগ্যতাকে প্রশ্নাতীত করে । তাই আপনার আর্টিকেলে যেন বানান ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখুন ।
- কালার ব্যবহার করা । এলোমেলো কালার কনটেন্ট এর সৌন্দর্য নষ্ট করে । তাই আমি মনে করি কালার ব্যবহার না করাটাই উত্তম ।
- রাজনৈতিক এবং ধর্মকে আঘাত করে সেরকম কোন বাক্য আর্টিকেলে যুক্ত না করা ।
পরিশেষে বন্ধুগণ এ কথা বলেই আজকের মতো সমাপ্তি করতে চাই , যে - " ভালোর কোনো শেষ নেই " । আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু উপহার দেয়ার জন্য , বাকিটুকু আপনাদের উপর । আপনারাই এর ভালো মন্দ বিচার করবেন এবং যদি কোনো ভালো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই দেয়ার চেষ্টা করবেন । আমি যথাসাধ্য তা পালন করার চেষ্টা করব ।
ধন্যবাদ সবাইকে ।
No comments