AdSense কি এবং কিভাবে AdSense একাউন্ট খুলতে হয়

আমরা যারা ওয়েবসাইট , ব্লগসাইট বা ইউটিউব চ্যানেল থেকে অনলাইনে আয় করতে চাই , তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অ্যাডসেন্স এড কিভাবে যুক্ত করা যায় । আর তাই আজ আমি অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় এবং প্রশ্নাতীত বিষয় " AdSense "  এর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব । চলুন তাহলে আজ আমরা এই AdSense সম্পর্কে পরিপূর্ন ধারণা লাভ করার চেষ্টা করি ।  


AdSense এর যে বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব । তা হল নিম্নরূপ ঃ

  • AdSense কি ?
  • AdSense এ অংশগ্রহণ করার যোগ্যতামান
  • AdSense লাভ করার জন্য কি পরিমাণ আর্টিকেল বা পেজ ভিউ লাগবে
  • AdSense একাউন্ট খোলার নিয়ম 
  • গুগল এডসেন্স কি বাংলা ব্লগে সাপোর্ট করে 

বিস্তারিত ঃ 

AdSense কি

গুগল এডসেন্স হলো গুগলের এমন একটি সার্ভিস যার দ্বারা Advertiser রা টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে পারেন এবং Publisher রা নিজের ব্লগ বা নিজের ইউটিউব চ্যানেলের বিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন হতে টাকা আয় করতে পারেন ।

AdSense এ অংশগ্রহণ করার যোগ্যতামান

গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য আপনার বেশকিছু নিয়ম মেনে আবেদন করতে হবে । তা না হলে আপনার এডসেন্স একাউন্ট অনুমোদন হবে না । তাছাড়া কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো ছাড়া এডসেন্স একাউন্ট খোলা যায় না । অর্থাৎ এই গুরুত্বপূর্ন শর্তগুলো আপনার প্রথমে বাধ্যতামূলক পূরণ হতেই হবে । চলুন তাহলে এডসেন্স এর জন্য এই গুরুত্বপূর্ন নিয়মগুলো জেনে নেওয়ার চেষ্টা করি । শর্তগুলো নিম্নরূপ ঃ
  • আপনার নিজস্ব একটি ওয়েবসাইট , ব্লগসাইট বা ইউটিউব চ্যানেল থাকতে হবে ।
  • আপনার বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে ।
  • ব্লগে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে ।
  • একটি জিমেইল একাউন্ট থাকতে হবে ।
  • এড্রেস ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে ।

AdSense লাভ করার জন্য কি পরিমাণ আর্টিকেল বা পেজ ভিউ লাগবে

গুগল এডসেন্স লাভ করার জন্য কি পরিমাণ আর্টিকেল লাগবে বা কি পরিমাণ পেজ ভিউ লাগবে সেই বিষয়ে গুগল সুনির্দিষ্ট কোনো নিয়ম বেঁধে দেয় নাই । অর্থাৎ আপনি একটি ভালো আর্টিকেল লিখেও এডসেন্স লাভ করতে পারেন আবার ৫০টি আর্টিকেল লিখে এডসেন্স নাও পেতে পারেন । সবকিছুই নির্ভর করবে আর্টিকেলের গুনমাণের উপর । তবে আমি ব্যক্তিগত ভাবে একটি বিষয় বলতে চাই , যে এডসেন্স এর জন্য আবেদন করার পূর্বে আপনি নিশ্চয়ই সর্বনিম্ন ২০টি ভালো আর্টিকেল লিখার চেষ্টা করবেন । সর্বনিম্ন ২০টি আর্টিকেল এবং সর্বনিম্ন ১০০০ পেজভিউ হওয়ার পর আপনি এডসেন্স এর জন্য আবেদন করুন । যদিও পেজভিউ কিছু ম্যাটার করে না এডসেন্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে । কিন্তু আমি মনে করি গুগল যে আপনার ব্লগে এড দেখাবে , আপনার ব্লগে যদি ভিজিটর না থাকে তাহলে গুগল কেনই বা আপনার ব্লগে এড দেখাবে আর কেনই বা আপনাকে টাকা ইনকাম করার সু্যোগ করে দিবে ? সুতরাং ব্লগে প্রথম ভালো ভালো আর্টিকেল লিখুন এবং পেইজে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি করুন । তাহলেই আপনি খুব সহজেই এডসেন্স এর জন্য নির্বাচিত হতে পারবেন । 

AdSense একাউন্ট খোলার নিয়ম 

গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে গুগলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে । তাছাড়া সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ও ভিজিট করতে পারেন । 

উপরের চিত্রের ন্যায় একটি ছবি আসবে , সেখান থেকে " Get started " এ ক্লিক করুন । ক্লিক করা মাত্র নিচের ছবির ন্যায় একটি একটি পেজ ওপেন হবে ।

এরপর URL of your site ( চি্ত্রঃ ১নং চিহ্নিত অংশে ) ব্লগ বা ওয়েবসাইট এর এড্রেসটি বসাতে হবে । ২নং এ নিজের ইমেল এড্রেস দিতে হবে । তারপর ৩নং এ Yes সিলেক্ট করে ৪নং এ " SAVE AND CONTINUE " বাটনে ক্লিক করুন । এরপর নিচের চিত্রের ন্যায় একটি পেজ ওপেন হবে ।
এই পেইজে ১নং অংশে ইমেল এড্রেস দিয়ে ২নং অংশে Next এ ক্লিক করুন এবং পরবর্তী পেইজে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । নিচের ছবির ন্যায় একটি পেইজ ওপেন হবে ।

এখানে ১নং অংশে দেশ সিলেক্ট করে , ২নং অংশে টিকমার্ক দিয়ে , ৩নং অংশে ' CREATE ACCOUNT ' এ ক্লিক করুন ।নিচের চিত্রের মত একটি পেইজ দেখতে পাবেন ।

এখানে শুধু " GET STARTED " বাটনে ক্লিক করুন ।তারপর চিত্রের ন্যায় নতুন একটি গুরুত্বপূর্ন ধাপ লক্ষ্য করবেন ।

এই অংশটি খুবই গুরুত্বপূর্ন । এর ১নং অংশে আপনার নাম সঠিক ভাবে বসান । অর্থাৎ আপনি যে ব্যাংকের ঠিকানা দিবেন সেই ব্যাংকে যেরকম আপনার নাম উল্লেখ করা আছে এখানে তা হুবহু লিখার চেষ্টা করুন । একিইভাবে ২নং অংশে আপনার ঠিকানা , ৩নং অংশে আপনার জেলার নাম , ৪নং অংশে পোস্ট কোড , ৫নং অংশে আপনার মোবাইল নাম্বার দিয়ে ৬নং অংশে সাবমিট বাটনে ক্লিক করুন । এরপর নিচের ছবির ন্যায় আর একটি পেজ দেখতে পাবেন ।

 এখান থেকে চিত্রের ১নং অংশের কোড কপি করে আপনার ব্লগের <head> ট্যাগের নিচে এবং </head> ট্যাগের উপরে বসিয়ে ব্লগের থিম সেভ করে নিতে হবে । এরপর চিত্রের ২নং অংশে ঠিক চিহ্ন দিয়ে ৩নং অংশে Done এ ক্লিক করলেই আপনার এডসেন্স একাউন্ট তৈরি হয়ে যাবে । এরপর এক থেকে দুই সপ্তাহের মধ্যে গুগল আপনার সাইট ভিজিট করে যদি মনে করে এডসেন্সের এড দেওয়ার জন্য আপনার সাইট যোগ্য , তাহলে আপনাকে তারা ইমেল এর মাধ্যমে Confirm করবে ।

গুগল এডসেন্স কি বাংলা ব্লগে সাপোর্ট করে

বর্তমানে গুগল এডসেন্স বাংলা ব্লগে সাপোর্ট করে । বাংলাদেশের একমাত্র ওয়েবসাইট হিসেবে ২০১৪ সালে " প্রথম আলো " এডসেন্সের অনুমতি পেয়েছিল , ওই সময়ে বাকিদের আর কারোরই এডসেন্সের অনুমতি ছিল না । এরপর ২০১৭ সালের ২৬শে সেপ্টেম্বর গুগল ডিক্লেয়ার দেয় " AdSense understands Bangla now ". আর এর পর থেকেই বাংলা ব্লগে গুগল এডসেন্স এড দিয়ে যাচ্ছে , আর বাংলা ব্লগ রাইটাররা এ থেকে আয় করতে পারছে ।


সবশেষে পাঠকগণ এডসেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না । তাছাড়া এ বিষয় নিয়ে যদি কোনো সুপরামর্শ থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । কেননা আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায় এবং সাহস প্রদান করে । 
ধন্যবাদ সবাইকে ।

No comments

Powered by Blogger.